
যখনি সময় হলো হাতে হাত রাখার
যখনি সময় হলো কাছে কাছে থাকার,
তখনি বাজিয়ে গেলে ভাঙ্গনের ঘন্টা
তখনি পুড়িয়ে দিলে রাঙ্গানো মনটা!
স্বপন ধূসর কালো পদে পদে বাধার
জীবন পায়নি আলো ছেয়ে গেল আঁধার,
আপন বলেই আমি এতো বুঝি জ্বালা
ছিঁড়না বধূরে তুমি বিনি সুতোর মালা।
০৫.০২.২০১৬, সকাল ৮.০০, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

# ছবি গুগল
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




