
ভূমিকম্পে বড়ই কম্পিত
ভীষণ ভাবেই শঙ্কিত !
কল্পনায় করেছি অঙ্কিত
ক্ষতির ভাবনায় প্রকম্পিত !
০৬.০০, বিকাল, ১৮.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।

বি: দ্র: আজকাল আমাদের অনেক উন্নতি হয়েছে। আমরা বাঁশ দিয়ে ভবন তৈরী করে দেখিয়েছি যে আমরা অসম্ভব কে সম্ভব করতে পারি। যাই হোক বড় কোনো ভূমিকম্প হলে আমাদের শক্তিশালী বাঁশের ভবন টিকে থাকবে তো???
বাংলাদেশের অবকাঠামো অনেক দুর্বল এবং মানুষের জনসচেতনতা নাই বললেই চলে। যদি একটা বড় মাত্রার ভূমিকম্প হয় তবে ক্ষয়ক্ষতি মারাত্মক হবে। ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থাও আমাদের নেই। যার ফলে বড় ভূমিকম্পে বাংলাদেশে ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।তাই সময় থাকতে ভীত না হয়ে প্রস্তুতি নিতে হবে দুর্যোগ মোকাবেলার।
# ছবি গুগল।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




