
মন পুড়ে যায় করি হায় হায়
পাপ কুড়ে খায় সময় হারায়,
চুপ করে থাক জ্বলে সব খাক
ধূপ নিভে যাক সুবাস হারাক।
আয় তনু আয় ফিরে না চায়
প্রাণ উড়ে যায় বাঁচা যে দায় !
ঐ পশুর দল খুবলে খায় দেশ
ও অসুর বল্ কোথায় তোর শেষ?
জাগ্ জাতি জাগ্ মুক্তি চায় প্রাণ
যাক মুছে দাগ দৃপ্ত স্লোগান।
০৫.৩০ বিকাল, ২৭.০৩.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
উৎসর্গ : সোহাগী জাহান তনুর প্রতি।
"অকালে ঝরে গেল তাজা প্রাণ
জাগোরে জাতি গাওরে মুক্তির গান।"
তনু হত্যার বিচার চাই।
# ছবি গুগল।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




