
বিচারের প্রহসন এ রাজনীতির ছায়ায়
জেগে উঠোরে জনতা একে অন্যের মায়ায়,
অশ্রু সমবেদনায়ে মিলবে না আর যে মুক্তি
অত্যাচার সয়ে সয়ে থাকার আছে কি যুক্তি?
অগ্নিসম বিদ্রোহেতে জ্বলে উঠুক অন্তর
স্লোগানেতে মুখরিত জাগে মুক্তির প্রান্তর,
বজ্র কন্ঠে শোষিতরা বিচার চাও বিচার
অধিকার চাই আমরা বাঁচার মত বাঁচার।
০৯.০০ রাত, ০৪.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
# ছবি গুগল।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




