
আজকের আলোচনা - রমজানকে ৩ ভাগ করা ভুল। প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফেরাত, শেষ ১০ দিন নাযাত - এটা মুনকার হাদীস যা সর্বদা পরিত্যাক্ত।

হাদীস সংগ্রহে সর্বাধিকারী ইমাম বুখারী (র: ), তার কিতাবে এমন হাদীস আসেনি। অন্য সিহাহ সিত্তা (মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিজি,ইবনে মাজাহ) তেও আসেনি, অথবা অন্য কোন সহীহ হাদীস কিতাবেও আসেনি।
অথচ বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানী রা ব্যাবসায়ের ক্ষেত্র করে এসব করেছে, এই ৩ ভাগ করা অন্য কোন দেশে নেই।নিচের ছবি ২ টি সঊদী আরবের রিয়াদ থেকে তোলা,


আর রমজানের ৩০ দিন ই, ৩০ রাতই ক্ষমা, রহমত ও নাজাতের।

তাই,
→ বেশি বেশি দান সাদকাহ করুন।
→ বেশি বেশি জিকির করুন।
→ বেশি বেশি তাওবাহ,ইসতিগফার পড়ুন।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
------- ছবি সংগ্রহ - মো: আব্দুল্লাহ ভাই। রিয়াদ,সৌদী আরব থেকে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




