ফেইসবুকে কিছু কিছু মানুষের দুঃখের স্ট্যাটাসগুলো খুব হাস্যকর মনে হয় । আমি সরাসরি না বলে প্যারডি করে বলছি । স্ট্যাটাসগুলো অনেকটা এই রকম...
# এতদিন পর বুঝতে পারলাম পানির আসলে কোন রঙ নেই ।(মনে হয় সে এতদিন মংগল গ্রহে ছিল )
# আমি আর বাঁচতে চাইনা, কারো ক্ষমতা নেই আমাকে বাঁচানো্র, পৃথিবীর কেউ জানবে না আমি মরে যাবো ।(এই রকম স্ট্যাটাস দিলে অবশ্য কারো জানার কথা না )
# ঢাকা শহরে এসে আজ বুঝলাম এখানে কেউ কারো আপন নয় । (মনে হয় কোনদিন বাংলা ছিনেমা দেখে নাই)
# এতদিন ধরে রঙ্গিনফোনের সিম ব্যাবহার করি অথচ টাকা শেষ হলেই লাইন কেটে যায় । আসলে সবাই স্বার্থপর । (হুমম...তাইতো !!)
# আমি শ্যাষ হইয়া গেছি...আমার শরীরে এতটুকু শক্তি নেই যে ফেইসবুকে একটা স্ট্যাটাস দিবো । (আহারে স্ট্যাটাস দিলে হয়তো আমরা একটা লাইক দিতে পারতাম )
# ছেলেগুলো এত নিষ্ঠুর কেন আমাকে ভালো বাসে না, আমার পিছনে ঘুরঘুর করে না। (ছেলে গুলোর নিষ্ঠুরতার একটা সীমা থাকা প্রয়োজন )
# আমার কোন দুঃখ নাই ।- feeling sad
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




