
ব্লগ হচ্ছে একটু উন্মুক্ত প্লাটফর্ম। যার যা ইচ্ছা তা লিখতে পারেন এখানে। তবে তা হবে নিজের স্বাধীনতা চর্চা তেমনি অন্যের স্বাধীনতা নষ্ট না করা।
কভু যদি কোনো ব্লগার অন্যের স্বাধীনতা নষ্ট করে বা ব্লগের নীতিবিরুদ্ধ কিছু লিখে তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার জন্য আছেন এখানে মডারেটর।(মডারেটরদের অবস্থান আমার কাছে যথেষ্ট ফানি মনে হয়। তারা ছবিতে উল্লেখিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মতো ই অকার্যকর বলে আমার ধারণা। আমার ধারণা যে ভুল তা প্রমাণ করার যথেষ্ট প্রমাণ থাকতে পারে বটে, কিন্তু আমি তা পাইনি।
যদি ও ব্লগে পরিবেশ সুন্দর ও ব্লগিংয়ের জন্য সুষ্ঠু রাখার কথা আমাদের সবার তবুও আমরা ব্লগটাকে দিন দিন আবর্জনার স্তুপে পরিণত করছি। চলছে দলবাজি, তেলবাজি, নগ্ন আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, এবং ইত্যাদি ইত্যাদি। কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ আছে যারা ব্রত নিয়েছে ব্লগের পরিবেশ নষ্ট করার। তাদের পুরস্কৃত করা এখন সময়ের দাবী।
আর একেবারে বামে যে অসহায় গোছের একটা ফটো দেখা যাচ্ছে মানবাকৃতির, এটা হচ্ছি আমরা সাধারণ ব্লগাররা। আমরা দুষ্কৃতিকারীদের কিছু বলতে পারিনা কারণ তারা সংঘবদ্ধ আবার সহ্য ও করতে পারিনা তাদের এই নষ্টকরণ প্রকৃয়া কারণ এটা ও রুচিতে বাঁধে।
আমরা পড়েছি শাঁখের করাতে; এদিকে ও কাটে, ওদিকে ও কাটে।
পৃথিবীতে এখন চলতে দাবী আদায়ের সুসময়। ব্লগ নষ্টকারীরা আপনারা চাইলে আপনাদের ভালোর জন্য দাবী তুলতে পারেন, দল বড় করার সুযোগ ও আছে আপনাদের। আপনারা দাবী তুলেন, " দুনিয়ার বাজে ব্লগার, এক হও, এক হও।"
আর আমরা যারা সুষ্ঠু ব্লগিংয়ের আশা রাখি তারা ধীরে ধীরে আপনাদের জায়গা ছেড়ে দিবো। কারণ আপনারা শক্তিশালী।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




