জানা গেছে বলিউডি নির্মাতা রাজকুমার হিরাণীর ‘থ্রি ইডিয়টসের’ বিশাল সাফল্যে উৎসাহিত হয়ে বলিউডে এবারে ‘থ্রি লুজারস’ নামেও আরো একটি ছবি নির্মিত হতে যাচ্ছে! তবে লুজারস এর আগে থ্রি জুড়ে দেয়া এ ছবির পরিচালক কিন্তু রাজকুমার হিরাণী নন। জানা গেছে, কমেডি ধাঁচের এই ‘থ্রি লুজারসের’ পরিচালক হচ্ছেন ‘ধামাল’খ্যাত ইন্দ্র কুমার। খবর মুম্বাই মিররের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইন্দ্র কুমার ইতোমধ্যেই দিল, বেটা, রাজা, ইশক, মাস্তি ও ধামালের মতো হিট ছবি পরিচালনা করেছেন। উল্লেখ্য, মারুতি ফিল্মের ব্যানারে এই পরিচালক অনেকদিন পর এ হিন্দী ছবিটি পরিচালনা করছেন।
জানা গেছে, ছবির নাম ভূমিকায় রয়েছেন-সঞ্জয় দত্ত, গোবিন্দ, অয় খান্না এবং অনিল কাপুর। তবে এখনো ছবির অভিনেত্রী নির্বাচন করা হয়নি।
শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে বলেই পরিচালকের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ২০১১ তে ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক নামের আগে থ্রি জুড়ে দিয়ে থ্রি লুজারস কতোটুকু সাফল্য আনতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জাবেদ/তানভীর/এইচআর/মার্চ ৩১/১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




