সাতরাস্তার মোড় ঘুড়তেই একটা মেয়ে অল্পের জন্য আমাদের রিকশার ধাক্কা থেকে বেচে গেল। আমার রিকসাওয়ালা কি যেন বলেও উঠলো বিরক্তি নিয়ে। তখনো রাস্তায় বাসের ভীড়। মেয়েটা কোন তোয়াক্কা না করেই পেরিয়ে গেল রাস্তাটা বেশ ঝুকি নিয়েই। আমিও দেখে বিরক্ত হলাম মোটামুটি। কি দরকার ছিলো ঝুকি নেয়ার এমন! দূর্ঘটনাগুলো তো এভাবেই ঘটে।
আর এই কথাগুলো চিন্তা করতে করতেই আমার বা পাশে তাকালাম, যে পাশ দিয়ে মেয়েটি পার হলো। সেখানে একদল পুরুষের ভীড়, রাস্তার আাধো আলো আধারে তাদের সাদা দাত তখনো হায়নার দাতের মতো চকচক করছে...................।
আমাকে ক্ষমা কর মেয়ে.............................
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



