আমি আর লড়াই করি না...
না বোঝার মানুষকে বোঝানোর চেষ্টায়,
না গুরুত্ব না পাওয়া সম্পর্কে নিজেকে জোর করে ধরে রাখতে।
জীবন আমাকে শিখিয়েছে—
যেখানে তোমার অনুভূতি, সময়, ভালোবাসার কোনো মূল্য নেই,
সেখানে উপস্থিতি শুধু অপচয়।
আমি এখন নীরবে সরে যাই...
অভ্যাসের শিকল ছিঁড়ে,
অনুভূতির মরুভূমি থেকে বেরিয়ে,
নিজের আত্মসম্মানকে জ্বালানি করে।
কারণ বুঝে গেছি,
যে সম্পর্ক টিকতে চায়, তাকে ধরে রাখার লড়াই লাগে না।
আর যে বন্ধন শুধু "অভ্যাসের দায়",
তা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
চলে আসা দুর্বলতা নয়...
একটি শান্ত বিপ্লব,
নিজের প্রতি সম্মানবোধের প্রথম পদক্ষেপ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ সন্ধ্যা ৬:২৯