আকাশে বাতাস প্রকম্পিত করে মিছিল হচ্ছে
সরকারের গদী নড়ে দেয়া, সরকার ফেলে দেয়া মিছিল
মিছিল যত বড় হবে, নেতা তত বড় হবে, নেতা তত বড় পদবী পাবে
কর্মী মিছিলে গুলি খেয়ে নিহত হলে অঘোষিত শহীদ
সমিরন বেওয়ার ছেলে নেতার মিছিলে গিয়ে গুলি খেয়েছে
নেতার দাম আরও বেড়ে গেছে নেতা এবার মন্ত্রী হয়েছে
নেতা এখন আমদানী করা সিগারেট খান, মদ খান, চিকিৎসা করেন মাউন্ট সিনাইতে
সমিরন বেওয়া গাছের পাতা দিয়ে রান্না করতে করতে চুলার ধোয়ায় চোখে ছানি পড়েছে ।
নেতা আসবে স্কুলের ফিল্টিতে আবার মিছিল হচ্ছে ।
নেতা এবারে জনগনের ঘরে ঘরে সাগর থেকে পানি আনার ব্যবস্থা করবে ।
নেতাকে আবার নেতা বানাতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


