ফেসবুক এ গ্রুপিং করছেন , মেয়ে নিকে ফ্রেন্ড রিকু. পাঠিয়ে তার সাথে প্রেম করছেন , কেউ বা পালিয়ে বিয়েও করে ফেলছেন , ফেসবুকে লুলামী কম বেশি সবাই করছেন !!
তাহলে এখানে নামে ব্লগ কমিউনিটিতে কেন সম্ভব না ???
একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হতেই পারে
তাইলে তো আর কোন কথা নাই ? সিন্ডিকেটের সমার্থক হিসেবে গ্রুপ ব্লগিং করা কোন সমস্যা না ! এটা বরং ভাল একটা দিক । ! আর একটা গ্রুপ তখনই গড়ে ওঠে যখন সেখানে অংশগ্রহনকারী সবার মনমানষিকতা ও চিন্তধারা একরকম হয় !
আর রাজাকার ইস্যুতে সবাই সবার উপরে হিসু না করে আসুন আগে বর্তমান রাজাকারদের সাথে মিশে সমাজে তাদের ক্ষতিকর প্রভাব গুলো খুজে বের করি
সিন্ডিকেট কে হা বলুন , নিজে সিন্ডিকেট পারলে সৃষ্টি করুন ! তা না পারলে শুধু শুধু বিনা অনুমতিতে অন্যের পাছার কাপড় সরিয়ে চুলকাইতে যাবেন না !
এক গরীব চাষা একদা বলেছিলেন " শিক্ষিত মানুষ সব থেকে বড় শয়তান "
এখন এই ব্লগিং করতে এসে আমিও তার যথেষ্ট পরিমান প্রমান সংগ্রহ করেছি !! শিক্ষিত হয়েছি আমরা লোক দেখানোর জন্যে ! আর মন থেকে সত্যিই আমরা বন্য ও বর্বরই রয়ে গেছি !!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




