অনেক দিন পর আবার লিখতে বসলাম, কি লিখব এখনও ঠিক করতে পারি নাই । কিন্তু লিখছি- কতদিন আর এই মিত্থে কথা লিখব ? মিত্থে কথা বললাম বলে অনেকে রাগ করতে পারেন। এটা আবার কেমন কথা? কিন্তু আমি যা বলছি কোন অংশে মিত্থে নয়... বরং যা বললাম তাই সত্যি !
যাই হোক, বড় বেশি চিন্তায় পরে গেলাম, আমাকে নিয়ে । আমি কি সত্যি সত্যি বড় হতে পারব? সোজা কথায় চলে আসি একটি উন্নয়নশীল দেশ হয়ে আর কতদিন আস্তাকুড়ে থাকব...? এই প্রশ্ন শুধু আমি করি না এটা সকলেই করে। একটি উন্নত দেশে A level Complete করা ছাত্র খুব সহজে সাবলম্ভি হবার ভাষা রপ্ত করে আর আমরা BBA কিংবা MBA করে ৫০০০ টাকা বেতনের চাকুরি খুজতে দেশের মান চিত্র পুরটাই মুখস্ত করে ফেলি। কিন্তু আমার দেশের ফুলজড়ানো ভাষন দিয়ে বেড়ানো সবচাইতে ভাল রাজনীতিবিদ, যিনি কিনা দেশ কে খুব ভাল বাসেন। তিনি সংসদে বসে এখন আর মুখে খই ফোটান না, কারন তার ছেলে-মেয়ে এখন বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আর আমরা শালা সব চাষার বাচ্চা !!!
মনে খুব আসা নিয়ে অনেক কষ্ট উপেক্ষা করে পড়া লেখা কিছুটা শেষ করে নতুন স্বপ্ন দেখছি ভাল কিছু একটা করব। কিন্তু আমি জানতাম না অথবা ভুলে গিয়েছিলাম আমার দেশের-
একটি সরকার আছে। একটা প্রসাশন আছে ! কিছু মন্ত্রনালয় আছে ! যার বেড়াজালে আমরা সবাই বন্ধি......
সব কিছুতেই কারী কারী টাকা দেবার সামর্থ আমার নেই !!!!
বিদেশে উচ্চ শিক্ষা সেটা চুলোয় যাক !
জানি এত কিছুর মাঝে হইতো একদিন বড় হব নইলে সন্ত্রাসী হব ! কিছুদিন পর মরে যাব ! এইতো জীবন বেঁচে থাকলে সব আছে মরে গেলও সব আছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের কিছহুই নাই......।
তবুও তারা বেঁচে আছে বেঁচে থাকবে বছরে পর বছর অনাদরে অবহেলায় কালো মেঘের ছায়া তলে সমাজের ফেলে দেয়া খড়কুটো হয়ে ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




