
আজ থেকে অনেক বছর আগে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন "জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর "
এরই চিনহ দেখলাম গতকাল ব্যাংককের এক রাস্তায়। নির্জন দুপুরে আমরা স্বামী স্ত্রী দুজন একটি চাইনিজ মন্দির দেখে ফিরে আসছি, হঠাৎ চোখে পরলো এক বুড়ি মা পাশে সারি সারি লাগানো একটি মেহগনি গাছে প্লাস্টিকের বোতল কাটা অংশে পানি ভরে গাছের কান্ডে ঝুলিয়ে দিল, তারপর তিনটি কলা। আমি এতই অবাক যে ছবি তুলতে ভুলে গেলাম এই পর্বের। এর এক মিনিট পরেই গাছের উপর থেকে নেমে আসলো এক কাঠবিড়ালি আর খেতে শুরু করলো একটি কলা, তারপর থাইল্যান্ডের কাঠফাটা গরমে তৃষ্ণার্ত কাঠবিড়ালি এক চুমুক পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে আবার কলা খেতে লাগলো । বিস্মিত অভিভূত আমরা একের পর এক ছবি তুলছি। কিন্ত অনেক চেষ্টা করেও সেই দয়ালু মহীয়সী মহিলার ছবি তুলতে পারিনি কারন সে প্রচার চায়নি তাই মুখ ঘুরিয়ে রেখেছিল সারাক্ষণ। কাঠবিড়ালি অতশত ভাবেনি কারণ সে ছিল ক্ষুধার্ত।

অনেক আগে একজন বলেছিল "কাঠবিড়ালি আর পাখী আমাদের পেয়ারা খেয়ে শেষ করে ফেলছে তাই জাল দিয়ে গাছ ঢেকে রাখি"

তাকে বলেছিলাম "কি হয় পাখিরা দুটো ফল খেলে! তাদেরও তো হক আছে আপনার জিনিসের উপর, তাছাড়া আপনার বাজার থেকে পেয়ারা কিনে খাওয়ার স্বামর্থ্যও আছে তাই না! "। যুবকটি আমার কথা শুনে চুপ করে থেকে মাথা ঝুকিয়ে বলেছিল "ঠিকই বলেছেন আপনি" ।
কাঠবিড়ালি আর দয়ালু মহিলার ছবি আমার মোবাইলে তোলা। জালে ঢাকা গাছের ছবিটি নেট থেকে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





