গতবছর লিখলো: শরীফা 'ট্রান্সজেন্ডার'। আগে ছেলে ছিল, পরে মেয়ে হয়েছে।
এবছর লিখলো: শরীফা 'থার্ডজেন্ডার' (হিজড়া)। আগে ছেলে ছিল, এখন মেয়ে হয়েছে।
প্রশ্ন ১: তাহলে শরীফা কি? ট্রান্স নাকি থার্ড।
যেহেতু চেঞ্জ করা হইসে, তার মানে শরীফ ট্রান্স না, শরীফ থার্ড।
প্রশ্ন ২: কিন্তু যদি থার্ড হয়, তবে আগে ছেলে ছিল, এটা কেমন কথা? থার্ড হলে সে সবসময়ই থার্ড থাকার কথা।
প্রশ্ন ৩: সে ছেলে ছিল, এটা তার ১ম লিঙ্গ। পরে সে মেয়ে হল, ১ম থেকে ২য় লিঙ্গে গেল। তাহলে শরীফকে থার্ড (৩য়) কেন বলা হল? হিজড়া সম্প্রদায় তো '৩য় লিঙ্গ' স্বীকৃতিও হারাচ্ছে।
প্রশ্ন ৪: একবার ট্রান্স, একবার থার্ড নিয়ে এই লুকোচুরির মানে কি? শুধু একজন পিওর হিজড়ার আত্মকাহিনী কেন দেয়া হচ্ছে না লিঙ্গবৈচিত্র বুঝাতে?
এই খেলাটা কেউ ইচ্ছা করে খেলতেসে (ফরেন ক্যাডার ও প্রবাসী ডাক্তাররা)। ইসলামবিদ্বেষী গোষ্ঠী এটাকে হুজুরদের হাউকাউ হিসেবে নিয়ে খেলাটায় বাতাস দিচ্ছে। আর অবুঝ বোকা কিছু মানুষ 'আমি কিছু বুঝিনা' বলে খেলাটা হতে দিচ্ছে। সমান অপরাধী এরা।
ধর্মপ্রাণ হিন্দুরা কোথায়। তারা কি মেনে নেবে আদরের ছেলেটা যদি মেয়ে হয়ে যায়। বা মেয়েটা ছেলে হয়ে যায়। বাবা হিসেবে মা হিসেবে তাদের কি অনুশোচনা হবে না? এরপর যেদিন ডেভিড রেইমারের মতো হতাশায় আত্মহত্যা করবে, সেদিন এরা কাকে দুষবে? কেন হুজুররাই শুধু কথা বলে।যাচ্ছে? ধার্মিক হিন্দু ও নৃগোষ্ঠীর সদস্যরা কেন কথা বলছেন না। মেনে নিতে পারবেন আপনারা?
© Dr. Shamsul arefin shakti sir.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



