ঋণের বোঝা ১০০ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশ!
আমাদের মিডিয়াগুলো কিছুদিন পরপর একযোগে জিডিপি বাড়ার গল্প শোনাতো, সরকারি টেলিভিশনে উন্নয়নের স্রোতে দেশ ভেসে যাচ্ছে এমন খবর দেশের প্রতিদিনের অতি সাধারণ চিত্র। কিন্তু দূর্নীতি কিংবা মূল্যস্ফীতির কয়টা খবর আপনার মগজ অবদি পৌঁছায়? প্রতিদিনই একের পর এক পরিকল্পিত সস্তা ইস্যুতে আপনি হাবুডুবু খেতে না খেতেই পরবর্তী ইস্যু হাজির, দেশের খোঁজ নেয়ার সময় কখন!
জিডিপি বেড়েছে ঠিক, কিন্ত জিডিপি কাদের?
অপর দিকে খেলাপি ঋণ, বছরকে বছর কর ফাঁকি দেয়ার মহাযজ্ঞে প্রশাসনের নিরবতা ও রাজস্ব আদায়ে যেভাবে চরম ব্যার্থতার পরিচয় দিচ্ছে, সে দায় কার?
আপাতদৃষ্টিতে এই গলা অবদি ঋণমুক্তির মাত্র দুটো পথই খোলা, 'রিফাইন্যান্সিং' নামক প্রহসন(যা সময় বাড়ানো ছাড়া আর কোনো উপকারে আসবেনা)ও বাধ্যতামূলক রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়ানো।
বলতে পারেন ব্যায়ের পরিমান কমিয়েও তো কিছুটা স্বপ্ন দেখা যেতে পারে, কিন্তু এই দূর্নীতিগ্রস্থ প্রশাসন থেকে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা অমাবস্যার চাঁদ ছাড়া কিছুই না!
তাহলে দুর্ভেদ্য চ্যালেঞ্জ এতো সহজেই অতিক্রম করবে? কিংবা আদৌ পারবে? না শ্রীলঙ্কার ন্যায় ঋণচক্রে দেশ ডোবাবে?
একজন নাগরিক হিসেবে স্বাধীনতার তেপ্পান্ন বছরের এই দিন অবদি আপনার উত্তরসূরি ৬৩ হাজার টাকা ঋনের বোঝা কাঁধে নিয়ে জন্মেছে! জন্মই যেখানে আজন্ম পাপ হয়ে দাড়িয়েছে, সেখানে রাষ্ট্রের মুখে উন্নয়নের গল্প শোনা বেমানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



