বেড়াল কুকুর পোষা-
আমি কস্মিনকালেও পছন্দ করিনি।
একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি,
কোথাকার কোন একটা বেড়াল ঘুরঘুর করছে,
এদিকে সেদিকে মিউ মিউ করছে।
যেই না একটু মায়ার দৃষ্টিতে তাকালাম,
অমনি সে পায়ের কাছে এসে শুয়ে পড়লো।
তাকে আদর না করে পারলাম না।
আজ এতদিন পরে এসে,
সেই বেড়ালটার কথা মনে পড়ছে।
মনে মনে খুব ইচ্ছে হচ্ছে-
সেই আদর পিয়াসী বেড়ালটার মত হতে!
কিন্তু, কার কাছে যাব?
কার হাতে আছে সে সময়, মনে ভালবাসা?
ঢাকা
২০ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




