
"অমর একুশে গ্রন্থমেলা" উপলক্ষে মেলার 'একাডেমি চত্বর' এ রাওয়ার ৬৭১ নম্বর স্টলে আমার এ বইগুলো পাওয়া যাচ্ছেঃ
ক। গোধূলির স্বপ্নছায়া
খ। জীবনের জার্নাল
গ। প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই
ঘ। বহতা নদীর মত সতত বহমান
ঙ। Wandering Thoughts
এগুলোর কোনটাই নতুন বই নয়। শেষ দুটো প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারী তে, তথা ১৪২৫ এর ফাল্গুনে।
এবারের একুশে ফেব্রুয়ারীতে (অপরাহ্নে) মেলায় উপস্থিত থাকবো বলে আশা রাখছি। কারো কারো সাথে হয়তো দেখা হলেও হয়ে যেতে পারে। বই এর জন্য মেলা ছাড়াও যোগাযোগ করা যেতে পারে আমার WhatsApp কিংবা Viber নম্বরেঃ ০১৭১৩ ৩৬৭৮২৩।
এবারের মেলায় যাদের নতুন বই আসছে, তাদের প্রত্যেকের জন্য আন্তরিক শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



