হঠাৎ খুলে গেল স্বর্গের দার,
স্বর্গ প্রহরী ঘোষনা করলো,ওহে মানব জাতি..
তোমাদের মধ্যে যাদের হৃদয়ে আদম হাওয়ার মত প্রেম আছে,
তাহারা স্বর্গে প্রবেশ কর৷
নিমিষকাল পর..
স্বর্গের দারে প্রেমী মানুষের কোলাহল৷
সারি সারি প্রেমময়ী মানব মানবী...
আরে! ওইতো আমার বাবা প্রেমী মানুষের ভীড়ে,
মা ,দাদু দিদা, চাচা, বড় ভাই সকল স্বজন ৷
যারা আমাকে মিথিলাকে ভালবাসার জন্য বাড়ী থেকে বের করে দিয়েছিল ৷
হাজার কষ্ট আর নির্যাতন করে বিষিয়ে দিয়েছিল মিথিলা আর আমার জীবন৷
আশ্চার্য হলাম তাদের স্বর্গের দারে দেখে..!
তবে কি বাবার হৃদয়েও প্রেম ছিল৷
তবে কি বাবার মত সকলের হৃদয়ে প্রেম আছে৷
শুধু স্থান, কাল ,পাত্র ভেদে বদলে গেছে স্বরুপ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



