বর্ণহীন নারীর জীবনে ব্রা এক ত্রিমাত্রিক ক্লোরোফিল।
বক্ষে তীব্র উষ্ণতা সত্ত্বেও
ফ্যাশনবশত সকলে ব্রা’পন্থি।
কারো ব্রা পিঠময় ক্রস একে রাখে,
কারো ব্রা এক ফালি কাপড়ের মত
আড়াআড়ি নিজের অস্তিত্বে ধ্যানমগ্ন।
কোন ব্রায়ের ফোম অপরিনত স্তনে পুষ্টি জোগায়।
নন্দনতত্ত্ব আর কলাকাব্যের গুনে
কাঁচুলি ও বক্ষবন্ধনী উপাধিতে ভূষিত
কাউকে প্রায়শই টিশার্ট বলে ভ্রম হয়।
আপাতদৃষ্টিতে সকলে নিজ নিজ অবস্থানে
স্তনকে সুরক্ষিত রাখতে ব্যস্ত হলেও
রঙের বৈসাদৃশ্য হেতু
অনেকেই প্রবলভাবে দৃষ্টি আকর্ষক।
এভাবে ব্রা’গন এক নামে ভিন্ন ভিন্ন চরিত্র ধারন করেন।
কেবল নারীদের চারিত্রিক বিভিন্নতার মত
স্বতন্ত্র চরিত্রের ব্রা’গন
পুরুষ সঙ্গমে একাকার হয়ে উঠেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯