অনেকটা দেরিতে হলেও
আমি আজ বুঝতে পেরেছি স্বাধীনতা মানে কি,
কারণ আজ আমি স্বাধীনতা হারিয়েছি,
আমি আজ বুঝতে পারি মা কাকে বলে,
কারণ মা আমার সাথে সম্পর্ক চিন্ন করেছে,
আমি আজ বুঝতে পারি প্রেমিকার ভালবাসা আমাকে কি দিয়েছে,
কারণ আজ প্রেমিকার ভালবাসা নেই,
আমি আজ বুঝতে পারি খোলা আকাশের মূল্য,
কারণ এখন আর আমি খোলা আকাশের নিচে যেতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




