(ধুসর গোধুলী সৌজন্যে)
বিবাহিত মানেই যদি পুরুষ হয় মৃত,
স্বামীরা সব কেমন করে থাকে জীবিত?
ভালবেসে মরা যদি হয়রে বেঁচে থাকা,
প্রেমহীন স্বামী মানেই সবকিছু ফাঁকা।
চিরকুমার পুরুষ যারা জীবিত ঠিক বটে,
বিয়ের কথা উঠলে তারা সহসা যায় চটে।
বিয়ের মজা পায়না তারা ছ্যাকার মজা পেয়ে,
সারাজীবন কাটায় তাই বিয়ের বদনাম গেয়ে।
সত্যিকারের পুরুষ যারা হয়না তারা মৃত,
বিবাহিত হয়েও তারা থাকে জীবিত।
বউয়ের ভয়ে যেসব পুরুষ থাকে ভেড়া সেজে,
মৃত ভেবে বউ শালীরা খায় যে তাকে ভেজে।
অবিবাহিত পুরুষ যারা ভাবছো বিয়ের কথা,
মুখ ফুটে তা বলেই ফেল হবে বিহিত যথা।
বয়স গেলে 'ধূসর' চুলে ভেবে কি আর হবে,
কনে দেখার 'গোধুলী' বেলা আর কি ফিরে পাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


