কিছু পোস্ট দেখার সুযোগ পেলাম বটে, আটকে গেলাম মন্তব্য করতে গিয়ে। এর কারণ হিসেবে যে নিয়মের অবতারনা করা হয়েছে তা যে কেবল উদ্ভট এবং ফাঁপা তা-ই নয়; হাস্যকরও।
আপনারা "গোলাপ ফুলের চাষ" বিষয়ক লেখা পোস্ট করার জন্য ব্লগারদের উদ্বুদ্ধ করছেন কারণ তাতে (আপনাদের মতে) "বৈচিত্র" বাড়বে। কিন্তু মন্তব্যের ক্ষেত্রে?
পুরাণ উল্টে গেলো? নাকি আপনাদের ধারণা মন্তব্যের বাহুল্য বৈচিত্র বাড়াতে অক্ষম?
এমন তো নয় যে আমরা Floating (কর্তাব্যক্তিরা যেমন বলেছেন Flooding) ভিজিটর হিসেবে "আসিবামাত্রই" যেমন খুশি তেমন সাজো স্টাইলে মন্তব্য করতে চাইছি; রেজিস্ট্রেশন করে লগ-ইন করার পর যেন একজন ইউজার মন্তব্য করতে পারে সেটা নিদেনপক্ষে নিশ্চিত করুন।
আর যদি সেটা না-ই করেন, কারন হিসেবে নতুনতর কোনো একটা কুমিরের ছানাতো অন্ততঃ দেখান!
ধন্যবাদ সবাইকে।
(* ফুটুকটা আমার না; কিন্তু আমি বিরক্ত হলে দেখতে সম্ভবত এরকমই দেখায়... এই যেমন এখন দেখাচ্ছে...)
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




