
আচ্ছা একবার ভাবুন তো….. যাকে আপনি ভালোবাসেন বলে দাবী করছেন, আপনার প্রিয় দিকগুলো যদি তাঁর ভীতরে খুঁজে না পেতেন, তবে কোনোদিন আপনি তাকে চাইতেন? নাহ্ ! কখনোই চাইতেন না। অথচ প্রকৃত ভালোবাসার অর্থ ছিলো এটা….. "আমি জানি-- আমাকে দেয়ার মতো তোমার কাছে কিছুই নেই। হাজারো দোষত্রুটিতে ভরপুর তুমি। তবুও আমি তোমার কাছে এসেছি তোমাকে সংশোধন করার জন্য। তোমার নিজেরই এত অপূর্ণতা, তুমি আবার আমাকে কী দিয়ে পূর্ণ করবে ? আমি তোমার প্রয়োজনেই তোমার কাছে এসেছি। তোমাকে উন্নত করার জন্য এসেছি। তোমার সাথে থাকা - না থাকা দুটোই আমার জন্য সমান। কী আছে তোমার কাছে, যা দিয়ে আমাকে ধন্য করে দিবে? তোমার কাছে আমার কিছুই পাওয়ার নেই। শুধু তোমার ই প্রয়োজনে, তোমার চিন্তা চেতনাকে আরো উন্নত করতে তোমার কাছে এসেছি। তোমার সুখের চাবিকাঠি তোমার ভীতরেই রয়েছে-- এটা জানানোর জন্য তোমার কাছে এসেছি"
হ্যাঁ, এটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার অন্য কোনো ডেফিনিশন নেই। যুগের পর যুগ মানুষ ভালোবাসা নিয়ে কতো রোমাঞ্চকর গল্প, কবিতা, উপন্যাস, ছন্দ লিখেছে। প্রিয় মানুষটিকে পায়নি বলে কেঁদে বুক ভাসিয়েছে। অথচ তাঁরা একবারো এটা ভাবেনি, প্রকৃত ভালোবাসায় কান্না কিংবা হাহাকার বলে কিছু থাকে না।
আপনি কখন কাঁদেন ? কখন হাহাকার থাকে আপনার মধ্যে ? যখন আপনি কিছু চাইছেন, প্রত্যাশা করছেন...কিন্তু পাচ্ছেন না, তখনি তো। অথচ প্রকৃত ভালোবাসায় চাওয়া কিংবা প্রত্যাশা বলে কিছু থাকে না। so সেখানে কান্না কিংবা হতাশা বা হাহাকার করার কিছু নেই। এটা খুব simple & clear একটা সমীকরণ। যদিও আমরা বেশিরভাগ মানুষ এটা মানতে পারি না। হ্যাঁ, আমিও একটা সময় মানতে পারতাম না। কিন্তু বিষয়টির গভীরে গিয়ে চিন্তা করার এক পর্যায়ে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এটা এতটাই সরল একটা হিসাব, যেটা বোঝার জন্য আপনার রকেট সাইন্সের প্রয়োজন হবে না।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



