প্রথম আলো এক যুগ পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। প্রচ্ছদ ছবিটি নিয়েই সমস্যা।
ততারপর ভালোভাবে চিত্রটি দেখলাম। আপনিও দেখুন আমার সাথে...
লক্ষ্য করুন, এখানে মানচিত্র কাটা হয়নি। চিত্রশিল্পি মানচিত্রের একপাশে একজন নারীর মুখ এঁকেছেন। তাতে মানচিত্রের একপাশ ঢেকে গেছে। নারীর সাদা শাড়ীর কারণে মনে হচ্ছে মানচিত্র কাঁটা। ছবিটি দেখে 'বাংলা মা' কথাটি মনে পড়ে। এখানে মানচিত্র অপমানিত হয় কিভাবে? নাকি নারীর ছোঁয়ায় মানচিত্র অপবিত্র হয়ে গেছে?
ভালো করে দেখুন, ছবির নিচে লিখা, "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।" !!
মানচিত্র নিয়ে শিল্পকর্ম যদি অপরাধ হয়, তবে নেটে এরকম অসংখ্য শিল্পকর্ম পাবেন..
যারা এসব অনুসন্ধান করছেন তাদের বলছি, এসব অনুসন্ধান বাদ দিয়ে বরং আজকের সংখ্যাটা পড়তে পারেন
নাকি 'আরিফুরের কার্টুনের' মত রাস্তায় আন্দোলনে নামবেন!
[আমি প্রথম আলোর কেউ না... শুধু একজন পাঠক।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




