তোমার জন্য পেরিয়ে এলাম বন
দুর্গাপাড়ার দুর্গম ডাঙ্গা জল ,
পাড়ি দিলাম উলুচরের সাঁকো
বাঁশের বেড়া দড়ি টানা কল।
তোমার জন্য পাড় পাড়ছে ঢেঁকি
ধান কুটছে, কুটছে চালের খুদ
তোমার জন্যে পাড় পাড়ছে ঢেঁকি
ফুটছে মুড়ি জাঞ্জিরে অদ্ভুত।
তোমার জন্যে পুকুর খালে বিলে
রুপোর নরম শরীর বাঁধে শ্বাসে
তোমার জন্যে পাথর বাঁধা ঘাসে
রঙীন শাড়ির আঁচল খানা খসে।
তোমার জন্যে চাঁদের জোস্না মেখে
নতুন ঋতু, গোলাপ পাপড়ি কাঁপে,
অন্ধ আঁধার পাড়া বাড়ায় হাত;
থমকে রাখে আগুনে সন্তাপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




