বহুদিন
লিখিনি কোন ডাক
পাঠাইনি যন্ত্রের আহ্ববান,
তবুও অবশ অলস দিনের তন্দ্রা ভেঙ্গে
ডেকে ওঠ
'এদিকে আয়!' 'এদিকে আয় !'
আমি এক দ্বিধাময় হট্র গোলে
এলিয়ে নেতিয়ে থাকি
পোড়ো বাড়ির প্রাণের পোঁড়নে;
শব্দের কব্জায় জব্দ হয়ে
ডুবে থাকি আপন শয্যায়।
দূর্দিন ক্লান্ত নীলে
কাঁটায়-খরায়
ছড়িয়ে জড়িয়ে প্যাঁচে
ঘাত-প্রতিঘাতে
হারিয়েছি স্বত্ত্বার মর্মমূল?
সহসা তোমার ডাক সম্বিত ফিরায় কিনা
উত্তর,দক্ষিন,পূর্ব,পশ্চিম,
ঈশান,বায়ু,অগ্নি,নৈঋত,অধঃ,উর্ধ্ব।
কোন এক দিকের?
জানিনা,জানিনা।
হয়ত জানে
ডিমের খোলসের ভিতর লুকিয়ে থাকা
পূর্ণ অবয়ব।
হয়ত জানে
প্রেমিকের তপ্ত বুকে
শীতল জলের কলরব।
ডাক ছাড়ে হাক ছাড়ে
'এদিকে আয়!' 'এদিকে আয়!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




