ইচ্ছে করে মেলতে ডানা খেয়াল খুশির
ইচ্ছে করে ধরতে হাতে ভোরের শিশির
ইচ্ছে করে মনের সেতার বাঁধি প্রাণের সুরে
ইচ্ছে করে জোছনা ঝরুক সারা জীবন জুরে।
ইচ্ছে করে ভাসাই ত্বরি অঁচিন পাড়ের দিকে
ইচ্ছে করে মনের কথা আকাশে দেই লিখে
ইচ্ছে করে চোখের তারায় জোনাক জ্বেলে রাখি
ইচ্ছে করে খুশির রঙ্গে স্বপ্ন গুল আঁকি।
ইচ্ছে তো কত কিছুই করে ! .................................
যদি আকাশ হত আমার ঘরের ছাঁদ, দেয়াল গুলো সবুজ ঘাসের আর মেঝে সূর্যমুখির বন!
ইচ্ছে আমার চৈত্রবেলার শিমুলতুলো
এই আছে, কই এই তো কোথাও হারিয়ে গেল
ইচ্ছে করে বুকের ঘরে জমিয়ে রাখি
সোহাগ নামে ডাকবো তাকে বাবুই পাখি।
ইচ্ছে আমার কুটুস কুটুস কাঠবিড়ালি
এতোল বেতোল তিরিং বিরিং খামখেয়ালি
ইচ্ছে করে এক লাফেতে ওই উপরে
ছুটতে গিয়ে সুয্যিটাকে আনবো পেড়ে।
ইচ্ছে আমার দ্বীপান্তরির ফানুষ হাওয়াই
চড়লো উড়ান, নামলো নীচে একমুঠো ছাই
ইচ্ছে করে রামধনুকের রং মষালে
জ্বলুক আলো অন্ধকারের সব দেয়ালে।
ইচ্ছে আমার ভোরদুপুরের ক্লান্ত ফেরী
নেই সারা তাই অন্য গলি, অন্য বাড়ি
ইচ্ছে আমার ইচ্ছে হয়েই চোরকুঠুরি
এই তো দিলাম বেদম টেনে, এখন আড়ি।
এমন তো কত আরো ইচ্ছে থাকে, থেকে মনের কোন কোনায়, ইচ্ছে হয়েই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




