পাগল বলতে আমরা কি বুঝি ?? হিতাহিত জ্ঞান সম্পন্ন ব্যক্তিকেতো ? যাদের মেন্টালিটি টোটালি ডিজঅর্ডারড । খেয়াল করে দেখুনতো আমাদের রাজনিতিবিদদের সাথে এই কথাগুলো মানানসই কিনা । দেশের জনগনের ভোট পেয়ে নির্বাচিত হয়ে তারা দেশের উন্নতি কথা ও প্রচেষ্টা যাদুঘরের কালো পর্দার অন্তুরালে রেখে ডিসপ্লে করছে তাদের স্বিয় স্বিয় দলিয় গুনগান । ভাব খানা যেন এমন তারা এদেশের যত চেতনা আছে সব কিছুর ইজারাদার । তারা সারাদিন হেন চেতনা তেন চেতনা নিয়ে দৌড়ঝাপ করেন কিন্তু তাদের এই চেতনা চেতনা জিকির জাতির ১৬ কোটি মানুষের মুখে ভাত তুলে দিবেনা । জনগণ তাদের স্বার্থে কাজ দেখতে চায় । পেটে খুদা থাকলে এই সব চেতনা আপনাকে খারাপ হওয়া থেকে বিরত রাখতে পারবেনা । যখন দেখবেন অনার্স মাস্টার্স পাশ করে চাকরি পাচ্ছেন্না , ছোট বোনটির টাকার অভাবে বিয়ে দিতে পারছেন্না আর ওদিকে বুড়ো বাপ মা ঔষধের অভাবে ধুকে ধুকে মরছে তখন এই চেতনার বুলি কোথায় চলে যাবে খেয়াল ও থাকবেনা । বিবেকে যতদুর কুলোয় অন্তত এতটুকু বুঝি আমাদের স্বাধীনতার সবচেয়ে প্রতিষ্ঠীত চেতনার মুল ভাব ছিল সকল ভেদাভেদ ভুলে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের গোরাপত্তন করা । পাঠক দিল্লি বহু দূর, আমরা একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশতো দূরে থাক এখন পর্যন্ত নিজেদের মধ্য ভেদাভেদই ভুলতে পারিনি । এমন কোন হেন কথা নেই যা আমাদের বিজ্ঞ রাজনিতিবিদরা ব্যবহার করেননা বিরোধী দলকে কোনঠাষা করতে । যেমন কয়দিন আগের বিল্ডিং নরা চরা তত্ব আমাদের মন্ত্রনালয়ের খুব গুরুত্বপূর্ন একজন মন্ত্রী তার নতুন তত্ব এভাবে জাহির করলেন যে ৮ তলা বিল্ডিং এর ফাটল ধরা পিলারে বিরোধি দল ধরে নারা চারা করার কারনে রানা প্লাজায় ধ্বস নেমেছে । তিনি আবার এমন গর্ধব মার্কা পাগলের প্রলাপ বকে মন্ত্রীত্ব পদে এখনো বহাল তবিয়তে আছেন । এমন বুদ্ধিপ্রতিবন্ধির মত কথা বলে পৃথীবির আর কোথাও কোন মন্ত্রীর মন্ত্রীত্ব টিকে থাকতো কিনা তা নিয়ে আমার বেপক সন্দেহ আছে । এই ঘটনারো আরো আগে আমাদের মন্ত্রী পরিষদের একজন প্রবীণ ব্যক্তি বলেছিলেন শেয়ার বাজার হচ্ছে একটা ফটকা বাজদের আস্তানা তার মানের দেশের শেয়ার বাজারের ৩২ লক্ষ বিনিয়োগকারী সবাই ফটকা !!!? আবার একই ব্যক্তি হলমার্কের ৪০০০ কোটি টাকা চুরিকে বিশাল ভাবতে নারাজ এগুলা নাকি সামান্য কয়টা টাকা । জানিনা জনগনের টাকার উছিলায় খেয়ে পড়ে এই সব মন্ত্রীরা এমন কথা বলার সাহস কোথায় পায় । জানিনা এমন লোক নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠনের পরামর্শ যে লোক প্রধানমন্ত্রীকে দেন সে আরো কত বড় ......। একটা কারখানার নিয়ন্ত্রন যদি কয়েকটা পাগলের হাতে থাকে তবে কারখানার অবস্থা কি হবে তা সহজেই অনুমান করা যায় । কয়েকটা পাগলের পাগলামি কাজকারবারের জন্য কারখানার পুরো প্রডাকশনই নষ্ট হতে বাধ্য । গত সরকারের আমলে বর্তমান বিরোধী দল ছিল ক্ষমতায় কিন্তু তখনোও কিছু মন্ত্রী এমন পাগলামী কথাবার্তা বলেছিল । যতদুর মনে পড়ে এদের মধ্যে একজন একটি ঘটনার প্রেক্ষিতে বলেছিল "আল্লাহ'র মাল আল্লাহ নিছে " এই কথা বলার জন্য তাকে তার মন্ত্রিত্ব পদ ছাড়তে হয় কিন্তু কিছু কিছু ব্যক্তি যেভাবেই হওক আর তাদের খামখেয়ালী কথার জন্য শাস্তি পায়নি তাই ক্ষমতার মেয়াদের শেষ দিকে এসে ততকালীন সরকারকে এ ব্যাপারে বেপক বেকায়দায় পড়তে হয় । যা আর তারা সামাল দিয়ে উঠতে পারেনি । আর এদিক দিয়ে বিবেচনা করলেতো বর্তমান সরকারের অবস্থা আরো খারাপ উনারা উনাদের কোন বিতর্কিত মন্ত্রীর বিরুদ্ধেই কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি যার ফলাফলও তারা পেতে শুরু করেছে বা অচিরেই পাবে । কারন হিতাহিত জ্ঞানহীন ব্যক্তিদের দ্বারা দেশের উন্নতি কখনো সম্ভব নয় এটা জনগন ইতিমধ্যেই বুঝে গিয়েছে ।
আলোচিত ব্লগ
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।