বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি একটি ভালো পদ্ধতি বই খারাপ মনে হয় না । কারন যে সরকারের আমলে আগে যে নির্বাচন হয়েছে সেই সরকারেই কম বেশি পক্ষপাতিত্বের চেষ্টা করেছে । অনেক চেস্টার ফসল আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি । সেটা এতোদিন ভালোই চলছিলো । কিন্তু গত ০২/০৯/২০০৯ ইং তারিখের প্রথম আলোর সংবাদ অনুযায়ী আওয়ামী লীগ সরকার তা পরিবর্তন করতে চাচ্ছে । এই সরকারের পক্ষে আইন করে তা পরিবর্তন করা খুবই সহজ; সংসদে তাদের বিপুল সংখ্যা গরিষ্ঠতা আছে । কিন্তু কেন এই পরিবর্তন দরকার ???
কারন ১। আবার যদি ফকরউদ্দীনের মতো লোক এসে সরকারের নেতাদের নাজেহাল করে ।
কারন ২। নিজেদের মতো করে নির্বাচন করবেন
কারন ৩। নিজের হাতে অর্ন্তবতীকালীন সময়ে ক্ষমতা থাকলে প্রসাশনের সব লোক কে হাত করে সুযোগ বুঝে কাজ করা যাবে । এ অবস্থা হবে ঠিক যেন বাঘকে বকরি আদি দেয়ার মতো । যদি বিশ্বাস না করেন তাহলে জনমত জরিপ করে দেখেন কয়জন এই পদ্ধতির বিলোপ চায় ।
( দয়াকরে আমাকে কোন দলের লোক হিসাবে চিহ্নিত করবেন না , আমি এক জন সাধারণ মানুষ)
আপনাদের গঠনমূলক মন্তব্য চাই ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




