কয়দিন থেকে জ্বর।ঘুমাতে পারছি না।রান্না ও করতে পারছি না।বাইরে গিয়ে খাবার ও মুড নাই।কি যে খারাপ লাগছে।মনে হচ্ছে আম্মু মাথার কাছে বসে থাকলে ভাল লাগত।দোয়া করেন সবাই।ফাইনাল এর আগে অসুস্থ হলে ভাল বিপদ এ পরে যাব।
একটা গান সারাদিন শুনছি। কতবার ও ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণ এ দেব হৃদয়ও খুলিয়া...চরণ এ ধরিয়া তব কহিব প্রকাশ ই গোপন এ তোমারে সখা কত ভালবাসি.. ভাবছি দেবতার সাথে প্রেম করলে কেমন হয়!
দেবতা বই...গান, ছবি..ভালবাসার জিনিস এর অভাব নেই দুনিয়ায়..
পহেলা বৈশাখ পাব না।শাড়ি পরা হবে না।মন খারাপ লাগছে।মা গল্প করছে এইবার বৈশাখ এ কথায় যাবে কি করবে।আমার যে কিছুই হল না।
জীবন যৌবন এমনি কেটে যাবে..ভুল শুধুই ভুল..ভুলে ভরা জীবন
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




