সবার নানা বিদেশ যাত্রা নিয়ে লিখা দেখে আমার ও একটা লিখা দেবার ইচ্ছে হল
কলেজ ফাষ্ট ইয়ার এ পড়ি।একদিন স্যার এসে বলল একটা পরিক্ষা দিতে পারি ইচ্ছে হলে টিকে গেলে জাপান নিয়ে যাবে!আমার বিদেশ যাবার খুব যে সখ ছিল তা না।ওই দিন একটা ক্লাস টেস্ট ছিল।ফাঁকি দেবার উত্তম সুযোগ দেখে সোজা পরিক্ষা দিতে চলে গেলাম হল রূম এ।বলা বাহুল্য আমার সাথে আমার ফাঁকিবাজ বন্ধু আরো ছিল!
দিলাম পরিক্ষা।টিকে গেলাম।(আসলে ঘটনা অন্য!আমি লিখিত তে টিকি নাই ক্লাস এ বক বক করে বিখ্যাত ছিলাম বলে ইংলিশ স্যার এর পছন্দের ছাত্রী ছিলাম!সে আমারে ধুকায়ে দিসিল আমি sure!
বের হয়ে ভাব্কিলাম যাহ!বিদেশ আর যাওয়া হবে না!কিন্তু কি ভাবে যেন সিলেক্ট করল আমাকে!মাকে ফোন করে বললাম মা embassy যাই!সে আকাশ থেকে পড়ল!তাকেতো কিছু বলি নাই !নিজেই পাত্তা দেই নাই!
শেষ পর্যন্ত গেলাম জাপান।১০দিন এর জন্য!(যাবার আগে শাকিল সাহেব আমার মাথায় হাত দিয়ে আশিরবাদ দিসিল!সেই ছবি এখন ও আছে
আমার সাথে আরো ৩জন আমার কলেজ থেকে।একটা মেয়ে ২ টা ছেলে!আর একজন স্যার!তার ও প্রথম বিদেশ যাত্রা!বয়স এ বেশি বলে ভয় ও পায় বেশি! কিছু হলে নিজে যাবার আগে আমাদের ঠেলে দিত!অবস্থা দেখে ত ভাবসিলাম জীবন এ এই বোকা বেটার জালায় জাপান দেখা হবে না!কিন্তু বুঝি নাই প্লেন এ উঠলে আর কিছু চিন্তা করা লাগে না!সব আপনাআপনি হয়ে যায়!
১০দিন এর মধুর সময়!কোন বাধা নাই।সারাদিন আমাদের ঘুরাতো!(culture দেখাত!সেইসময় সুসি খাওয়া নিয়ে বিশাল ঘটনা!আর একদিন বলব!)৬টা দেশ এর অসাধারন কিছু বন্ধু!যাদের সাথে আজ ও কথা হয়!সত্যি আবার ছোট হতে চাই।হাগামুতা ছোট না।উপভোগ করার মত ছোট!!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




