সোনায় ভরল করুণা নৌকা। রূপা রাখবার ঠাঁই নইে।
- কম্বলাম্বরপাদানাম, র্চযাগীতকিা : ৮
আবারও সন্ধ্যারাঙ্গানো আকাশে কামোদ রাগিণী
তারপর সারারাত মগজের কোষে
৬৪ পাপড়ির পদ্মফুল
কতো প্রসাধনে সাজলো অভিসারিনী
মানস-সরোবরে আলোড়ন তুলে বজ্র
বিস্ফারিত পদ্মের পাখায়
উড়ে গেল মহাসুখচক্রে, বিপুল সুদূরা বিলাসে
করুণা-নৌকা উঠলো ভরে
পেছনে ফেলে রেখে
কোনো ডোম্বির আগুনের ঘর
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




