মোশতাক আহমদ
বৃষ্টিমুখর; চাঁদনী : বিপরীতে
একলা মেয়েটি শুয়ে
পাঁচটি বছর।
এখানে দেখা গেছে তাকে, এভাবেই
পাশ ফিরে শুয়ে আকাশের বিপরীতে
পূর্ণিমা-অমাবস্যার আলোয়-কালোয়:
কখনো দেখা হয় নাই মুখখানি তার
পাঁচটি বছর।
কিছুটা বদলে যাওয়া চোখ
দেখছে তাকে আবার, নিরবধি
কালের শ্যাওলা শরীরে:
এইখানে এইভাবে রয়ে যায়
পাঁচটি বছর।
১৯.০৮.১৯৯৩
..................................................................................
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




