আ স মু দ্র খ স ড়া
মো শ তা ক আ হ ম দ
১.
সমুদ্র-তর্জমায় মাতে ফেনিল সন্ধ্যাগুলো
২.
সমুদ্রে দাঁড়াও; অইখানে, দখিনমুখি।
পায়ের নিচে বালু সরে যাবার উত্তেজনা পাবে টের;
এতটা ভয়ের কেন তবে পায়ের নিচে মাটি সরে যাওয়া?
৩.
প্রিয় ফুল ঝরে গেছে; এখন চৈত্র মাস।
ছায়াটা হারিয়ে গেল; মধ্যাহ্ন তাই?
৪.
ফাগুন, পূর্ণিমা, তায় সমুদ্র:
ঢেউয়ের ওড়না জড়িয়ে আউলাঝাউলা শুয়ে থাকে বেলাভূমি।
কিছু পরে, দুষ্টু বাতাসের ভূমিকায় স্বয়ং সাগর ...
৫.
বেলাভূমিতে হেঁটে যেতে যেতে ভাবি
ফেরার পথেই বালুতে কোনো চিহ্ন দেব এঁকে;
ফেরার পথে সে-বেলা ফেনার অধিকারে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




