মোশতাক আহমদ
ভেবেছিলাম এ এক রোমাঞ্চের চড়ুইভাতি, ছেলেখেলা
উড়িয়ে দেয়ার মুড়ি-মুড়কি, তেজপাতা
আদতে শেকড়িত, এইবারে বদলে নিলাম ডানা
ভাজা ভাজা করিলাম পর্বতমালা, সিন্ধু
কলংকের খোঁজে পাড়ি দিলাম চাঁদে
ভিজিয়েছে সে আমাকে আহিতাগ্নি-জোছনায়
সোমরস-হলাহল আনে নি মত্ততা
পরিয়েছে বরং ধীবর-মগ্নতা
বৈরী যানজট কালো ধোঁয়া মানুষের ভিড়ে
মনখালি সৈকতের হাওয়া লেগে থাকে নাকে
শুদ্ধতার গান ওই স্তনবতী মেঘেদের স্নানে
ঝিরিজল, ঝরনার চুলে মুখ ডুবিয়ে
নষ্ট হতে এসে আমি পবিত্রতার গ্লানি নিয়ে ফিরছি
০৬. ০৯. ২০১১
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




