
গত এক সপ্তাহে দেশের প্রায় প্রতিটি নিউজ ও প্রিন্ট মিডিয়ার প্রধান খবর ডাকসুর নির্বাচন। গতকাল রাতে পেট্রোল পাম্পে এক যুবককে ঘুমন্ত অবস্থায় হাতুরি দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে; ছেলেটির বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা। এই খবরটি ঢাকা পড়ে গেছে ডাকসু নির্বাচনের আড়ালে। এই ডাকসু নিয়ে এত মাতামাতি কেন? ডাকসু থেকে বেড়িয়ে কতজন ছাত্র দেশে নতুন স্টাটআপ শুরু করছে? এক রাজনীতিবিধ বাদে দেশের প্রধানসারীর কতজন শিক্ষক, অর্থনীতিবিদ, দার্শনিক, সাংবাদিক, নির্মাতা, অভিনেতা, ক্রিয়াবিদ ডিউ থেকে এসেছে ?
দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে ডাকসুর ভুমিকা কি? ডাকসুর সর্বশেষ ভিপি নুরু একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে তার স্বপ্নে পাওয়া 'মা' হিসেবে আখ্যায়িত করেছে। প্রথম কোটা আন্দোলন শেষে নুরুরা হাসিনাকে "মাদার অফ এডুকেশন" নামক তেলবাজি উপাধি দিয়েছে। পরবর্তীতে ছাত্রলীগের সাথে রেষারেষি জোরে জামাত-বিএনপি ও দূতাবাসের অর্থায়নে রাজনৈতিক দল খুলেছে। বছর ৩-৪ আগে ও যে নুরুরা মাইর খেয়ে ছিড়া লুঙ্গি পড়ে ঢাকা মেডিকেল এর বারান্দায় শুয়ে ছিল; তারা এখন গাড়ি, বাড়ি পাঁচ তারকা হোটেলে সভা-সমাবেশ করছে। নব্য বিপ্লবী সারজিস, আসিফ, নাসির, হান্নানগনের অবস্থা ও নুরুদের মত। কয়েকশো গাড়ি বহরের রাজনৈতিক শোডাউন, বন্দর বন্ধু, ওয়েস্টিনে হংস ভক্ষন তার ই কিছু উৎকৃষ্ট উদাহরণ।
সরকারী ভর্তুকির টাকায় ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া গ্রামীণ নিম্নবিত্ত পরিবার উঠে আসা কিছু ছাত্ররা নিজেদের ব্যাক্তিত, শিক্ষাথীদের স্বার্থ, পড়াশোনা বিসর্জন দিয়ে মিছিল-মিটিং দলের নেতাদের সেবাদাস ও চাঁদাবাজে পরিনত হয়। সাবেক ছাত্রলীগ সভাপতি সিদ্দিকী নাজমুল এবং সোহাগ প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ছাত্র রাজনীতিকে টাকা কামানোর মেশিনে পরিনত করেছে । বিএনপির ছাত্রদলের সভাপতি আদুভাই রাকিব আর স্বীকৃতি চাঁদাবাজ নয়নের বয়স ও তেলবাজি মুলক কথাবার্তা শুনলে আগামী দিনের ছাত্র রাজনীতির ভবিষ্যত পরিস্থিতি নিয়ে ধারনা করা যায়! শিবির মুনাফিকের বাচ্চাদের কথা আর নাই বা বল্লাম! পার্থক্য ৫ই আগষ্টের পুর্বে ঢাকা ইউনিভার্সিটির টোকাইগুলা শাসগোষ্ঠীর সুতায় টানা পুতুল হিসেবে ব্যবহৃত হতো আর ৫ ই আগষ্টের পর শাসনতন্ত্রের কেন্দ্রে অধিষ্ঠিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



