বহুদিন পর আজ লিখতে বসলাম , সারাদিন যেন মনের মাঝে ঝড় বয়ে যাচ্ছে ... বারবার একটা প্রশ্নই আমাকে দংশন করে যাচ্ছে –“ বলতে পারো আমার কি দোষ ? আমার সাথেই কেন এমন হলো ?” আমি চুপ করে ছিলাম ... কোন উত্তর ছিলো না আমার কাছে ... ছিলো না স্বান্তনা দেবার মতো কোন ভাষা ... ভাবছিলাম আল্লাহই আমাকে শিক্ষা দেবার জন্য বুঝি আমাকে এই প্রশ্নের সম্মুখীন করেছেন ...
তার সাথে আমার পরিচয় ফেসবুকের একটা গ্রুপ চ্যাটে ... কথা বলে জানলাম সে আমার মতই জীবন নিয়ে হতাশায় ভুগছে ... আমারই বয়সী একটি মেয়ে... বাসা থেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোন অজানা কারণে হচ্ছে না...বয়সও থেমে থাকছে না ... আমিও টুকটাক চেষ্টা করলাম ... কিন্তু সফল হ্লাম না ... ও আমাকে বলতো –“দেখো ভালো কিছু হবে ... আমার বিশ্বাস ভালো কিছু নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে” ... মাঝে তেমন কথা হয়ে ঊঠেনি আর ... হঠাত একদিন ফেসবুকে ওর ম্যাসেজ় পেলাম ... “সামনের সপ্তাহে আমার বিয়ে । চলে আসো ...খুব খুশি হবো আসলে” ...এতো আনন্দ হলো ম্যাসেজটা পেয়ে !!! ভীষন খুশী হয়ে ফোন দিলাম ওকে ... বলছিলো পুরোটাই ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করছে ...ছেলের সাথে এখনো কথা হয়নি... নিজেই বলছিলো , আজকাল এমন শুনেছো ? বিয়ের আগে ছেলে মেয়ের কথা হয়নি ? দাঁড়াও বিয়ের পর ঠিক বকা দিবো তাকে ... খুব হাসিখুশি আর উচ্ছল ছিল সেদিন ... ভালো লাগছিলো খুব ... খুব যেতে বললো ... কিন্তু ২জন ২ জেলার হওয়ায় আমার পক্ষে সম্ভব ছিলো না যাওয়া ।
নিজের জীবনের হিসেব মেলাতে হিমসিম তাই অন্যের খোঁজ নেওয়া হয়ে ঊঠেনি ... ১৫/২০ দিন পর ফেসবুকে দেখি ওর স্টাটাসগুলো খুব মন খারাপ করা ... অনলাইনে যখন পেলাম অকে তখনো মন খারাপ খুব । কিছুই বললো না ... আমিও জোর দিতে পারছিলাম না খুব ব্যক্তিগত কথা যদি হয় । আমার সাথে তো তেমন বন্ধুতোও নাই ... আজ সকালে ও নিজেই ফোন করলো ... যা বললো তার সারমর্ম এটাই ... যে ওর স্বামীর বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিলো ... বিয়ের দ্বিতীয় দিনে ওর স্বামী ওর কাছে সব খুলে বলে সময় চায় ... তারপর চতুর্থ দিন থেকে আবার ও লক্ষ্য করে ওর স্বামী যার সাথে সম্পর্ক ছিলো বলেছিলো তার সাথেই আবার নিয়মিত ফোনে কথা বলা শুরু করেছে ... শ্বশুর বাড়ীর লোকজনকে জানাতে তারা কিছু না জানার ভান করেছে প্রথমে ...তারপর ও জানতে পারলো যে শ্বশুরবাড়ির লোকজনো সব জেনেই ছেলেকে সেই মেয়ের কাছ থেকে ফেরানোর জন্য ওর সাথে বিয়ে দিয়েছে ...
ও বারবার একই প্রশ্ন করছিলো –এখন আমি কি করবো ।।যার মনই পড়ে আছে অন্য আর একজনের কাছে থাকে ...তাকে নিয়ে আমি সংসার করবো কিভাবে ... সে যদি চেষ্টাও করতো তবুও মনে স্বান্তনা থাকতো ... কিন্তু সে তো সেই সম্পর্ক থেকে ফিরে আসতে চায় না ...
ফোনের এপাশে আমি স্তব্ধ হয়ে শুনছিলাম ... আমি জানি না ওর স্বামী কি চাচ্ছে ...কিন্তু এই গল্পের সাথে আকাশ পরীর গল্পটাকে গুলিয়ে ফেলছিলাম ...ওর স্বামীর স্থানে পরীকে বসিয়ে দেখছিলাম ...আকাশ পরীর গল্পটা আজ শেষ হয়ে গিয়েছে হয়তো ... আকাশের জীবনে পরী মরে গিয়েছে সেই কবেই ... কিন্তু সে গল্প ছাড়িয়ে আজ যেন আরো একজনের আর্তনাদ পরী শুনতে পায় ... আপুনির আর্তনাদে যেন কেপে কেপে ঊঠছে পরীর সমস্ত ভূবন ... সন্ধ্যার কুয়াশা ঢাকা আকাশটাকে পরী চেষ্টা করেও আর দেখতে পায় না ... আস্তে আস্তে ঘরের জানালা বন্ধ করতে করতে ভাবে যে স্পর্শের বাইরে তাকে খুজতে না যাওয়াই ভালো ...তাকে স্পর্শের জন্য তো সেই সুন্দর চাঁদটাই আছে ... সেই চাঁদের মহীমায় আকাশ ভালো থাকবে ইনশাল্লাহ...
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




