পোড়া ভুট্টা
- একি! আপনি আমাকে এভাবে দুমড়েমুচড়ে পোঁটলা করে কোথায় নিয়ে যাচ্ছেন? দমবন্ধ হয়ে মরে যাব তো!
- তুমি তো মরেই গেছে। তোমাকে এখন জাহান্নামে নিয়ে যাচ্ছি। তুমি তো সবসময় বলতে মরার পর জাহান্নামে, দোযখে যেতে চাও। এখন কি আর যেতে ইচ্ছা করছে না?
- নিশ্চয়ই যেতে চাই, অবশ্যই যেতে চাই... কতদিন ধরে অপেক্ষা করে আছি জাহান্নামে যাব, তারপর আগুনে ভুট্টা পুড়িয়ে খাব... আচ্ছা, আপনি ভুট্টা নিয়েছেন তো বেশি করে?
কিরপিন
- লেখাটা এখনও শেষ করেননি?
- একটা সমস্যায় পড়ে গেছি...
- কী সমস্যা?
- লেখাটা কথোপকথন টাইপের।
- সমস্যা কোথায়?
- এক লাইনে মাত্র দুই তিনটা শব্দ, বাকিটা খালি। এরপর যদি দুই লাইনের মাঝে স্পেস দেই, তাহলে তো অনেকটা জায়গা লাগবে। অল্প কয়টা শব্দের জন্য এতটা জায়গা নষ্ট করা কি ঠিক হবে!!
- আহা! নষ্ট হবে কেন, কাগজে তো আর লিখছেন না যে কাগজ খরচ হবে, লিখছেন তো অনলাইনে!!
- হোক অনলাইনে লেখা... এভাবে বেশি জায়গা ব্যবহার করা তো অপচয়, তাইনা?
ছবি অন্তর্জাল থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯