এক সপ্তাহের মধ্যে তিনজনের জন্মদিন। তারমধ্যে আজকে যার জন্মদিন তার উদ্দেশ্যে এই পোস্ট নিবেদিত!!
রাজীব নুরের বড় মেয়ে পরীর জন্মদিন ৬ জুন। আগে পরীর জন্মদিনে উপলক্ষে রাজীব নুরের পোস্ট দেখতাম। আজকাল জন্মদিন উপলক্ষে দূরে থাক, কোন উপলক্ষেই বড় মেয়েকে নিয়ে রাজীব নুরের কোনো পোস্ট দেখিনা! এদিকে ছোট মেয়েকে নিয়ে পোস্ট দেয়ায় কোনো বিরতি নেই। অগত্যা আমিই পরীকে গোলাপ ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! আপনারাও জানাবেন আশাকরি।
আজ যে ব্লগারের জন্মদিন, তাঁকে জন্মদিন উপলক্ষে অজস্র শুভকামনা জানাই, বার বার তার জীবনে এ দিনটি ফিরে আসুক।
ভাগ্যিস তিনি জন্মেছিলেন, নাহলে এতদিন ধরে এতো বিচিত্র রকমের পোস্ট আমাদের কে দিত... আশাকরি আপনারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। তাকে চেনা জলবৎ তরলং! চিনতে পেরেছেন নিশ্চয়ই!
এই ব্লগারের জন্য জন্মদিনের উপহার বাদল দিনের প্রথম কদম ফুল!
আরেকজন ব্লগারের জন্মদিন আগামীকাল। তার জন্য এই ঝরাপাতা।
আজকাল ব্লগে আসতে ভালো লাগে না। তাই এই ধাঁধা পোস্ট।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৫ রাত ৯:৫৯