“অনেকেই বলছে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় গেসে! শেখ হাসিনা পালায় না!!”
থাক, নতুন করে অট্টহাস্য না হয় আর নাই দিলাম। কিন্তু যে কথাগুলো তিনি বলে গেলেন ক্ষমতার অন্তিম দশায় সেগুলো আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ব্যাপক রঙ্গ-রসাত্মক বিষয় হয়েই টীকে থাকবে!!
কথা হচ্ছে, ক্ষমতার দম্ভ এমনই এক জিনিষ যে সেটা মানুষকে অন্ধ করে দেয়। চিরকালই। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি জায়গা নোংরা রাজনীতির চালে কুক্ষিগত করে তিনি ভেবেছিলেন কখনোই তার পতন হবে না। তিনি নিজেই ভুলে গিয়েছিলেন ইতিহাসে শিক্ষা যে গোটা একটা দেশের আপামর ছাত্র জনতাকে ক্ষেপীয়ে কোনও স্বৈরাচারই পার পায় নি। এদেশের ইতিহাস কি বলে? সেই ক্ষেপানোর কাজ করতে গিয়ে না পেরেছে আইয়ুব খান, না পেরেছে ইয়াহিয়া খান, না পেরেছে এরশাদ আর না পারলেন তিনি নিজেও।
এই জন্যই প্রবাদ আছে “অতি বাড়া বেরো না কো, ঝড়ে পড়ে যাবে।“
তারা যে কি পরিমাণ বাড় বেড়েছিল সেটা একমাত্র আওয়ামী লীগের প্রতি অন্ধ আনুগত্য যাদের আছে তারা বাদে এদেশের সবাই সেটা খুব ভালো করেই জানে। যে পরিমাণ অন্যায় আর জুলুম তারা এদেশের ওপর করেছে তাতে এরকম একটি দিন, এরকম একটি গণ অভ্যুত্থান বলতে গেলে প্রত্যাশিতই ছিল। এর পরে যারা ক্ষমতায় আসবে তাদেরও এ ব্যাপারে ভয় থাকা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৩