
জুলাই অভ্যুত্থানের আহতদের মিছিল ও সমাবেশে ইন্টেরিম সরকার বেকাদায় রয়েছে। আমলাতন্ত্রের জটিলতায় জুলাই আন্দোলনের আহতদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। আবার আইনশৃংখলা পরিস্থিতি এতটাই খারাপ যে সেনাবাহিনীর সামনে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। দূরপাল্লার রাতের বাস গুলোতে বেড়েছে ডাকাতি ও ধর্ষণ। অযৌক্তিক দাবী দাওয়ায় ঢাকাবাসী বিরক্ত। কিশোর গ্যাং এর উৎপাতে মানুষ অতিষ্ঠ। বারবার আঘাত আনা হচ্ছে বাঙালির নিজস্ব অনুষ্ঠান গুলোতে। নাট্য উৎসব বন্ধ হয়ে যাচ্ছে মবের কারণে! কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য এক শ্রেণীর জীব বাংলাদেশের ক্ষমতার এই ট্রানজিশন পিরিয়ডে ভিনদেশী শিল্পীদের একের পর এক দেশে এনে তরুণদের বিনোদনের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।
জুলাই অভ্যুত্থানের পর ইন্টেরিম সরকার সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে। পাকিস্তানের হাইকমিশনারের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠান ও একাডেমিতে যাতায়াত বেড়েছে। সম্প্রতি সারদা তে পুলিশ একাডেমিতে পাকিস্তান হাইকমিশনারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হয়েছিলো। পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হলে যদি বাংলাদেশের লাভ হয় তাহলে খুবই ভালো। কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ছাড়াও পাকিস্তান কি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করছে ? এই বিষয় নিয়ে ব্লগের শেষ দিকে কিছু ইন্টারেস্টিং তথ্য তুলে ধরা হবে । পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। এই যোগাযোগ কে স্বাগত জানানো যেত কারণ এতে ভারতকে চাপে রাখা সহজতর হবে । কিন্তু পাকিস্তান দেশ হিসাবে ঐতিহ্যগত ভাবে ডেভিল চরিত্রের। যে দেশে আইএসআই রাজনীতিকে প্রভাবিত করতে যায় সে দেশের সবকিছু তারা ধ্বংস করে ফেলে।
পাকিস্তানি শিল্পীদের যেন বাংলাদেশে এসে কনসার্ট করার ধুম পড়েছে জুলাই অভ্যুত্থানের পর। এক্ষেত্রে ইন্টেরিম সরকার আগের সরকার কে অনুসরণ করতে গিয়ে তাদের পেছনে ফেলে নিজেরা নাম্বার ওয়ান শাকিব খান হয়েছে। আওয়ামী লীগের নির্লজ্জ এমপিদের দেখেছিলাম ভারতীয় শিল্পীদের দেখতে মাটিতে বসে পড়েছিলো। দেশের অবস্থা যখন খারাপ ছিলো তখন otilia,bts এর মতো শিল্পীদের আনা হয়েছে বা আনার চেষ্টা করেছে। জুলাই অভ্যুত্থানে জালিম থেকে মুক্ত হয়েছি আমরা সত্য কিন্তু দেশের অর্থনীতি ও আইনশৃংখলা পরিস্থিতি খারাপ। এমতাবস্থায় প্রতি এক/দুই মাস পর অন্তর পাকিস্তানি শিল্পীদের এনে কনসার্ট করানো দৃষ্টিকটু। জুলাই অভ্যুত্থানের পর থেকে পাকিস্তানের যে সব সংগীত শিল্পী বা ব্যান্ড বাংলাদেশে এসেছে বা আসতে যাচ্ছে: আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান, জাল ব্যান্ড, ক্যাভিশ ব্যান্ড, আব্দুল হান্নান, মুস্তফা জাহিদ ও আলী আজমত। আলী আজমত আগামী মে তে কনসার্ট করবেন। রাহাত ফতেহ আলী খার বাংলাদেশে এসে গান পরিবেশনা ইতিহাস হয়ে থাকবে কারণ তিনি চ্যারিটির জন্য বিনামূল্যে গান গিয়েছিলেন । অবশ্য বিপিএলের খারাপ স্মৃতি এর সাথে সংযুক্ত
নোমান নুরানী স্যার এর মতে আইএসআইয়ের কথিত সাদা চামড়ার সো কল্ড ট্রাম্পের বন্ধু জেনট্রি বীচের ঢাকা সফরে এসেছিলেন ২৯ বা ৩০ শে জানুয়ারি। তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, মাস্টারমাইন্ড মাহফুজ ও জামায়তের নায়েবে আমীরের সাথে সাক্ষাৎ করেছিলেন। এতো বড়ো ট্রাম্পের বন্ধুর সাক্ষাতে নিশ্চয়ই জামায়তের নায়েবে আমীর খুশি হয়েছিলেন ! আমীর সাহেব এই মিটিংয়ে কিভাবে ডাক পেলেন ? তিনি কি সরকারের সাথে সংশ্লিষ্ট ? মির্জা ফখরুল কেন ডাক পেলেন না ? নায়েবে আমীর সাহেব অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব কেও আমন্ত্রণ জানানো হয়েছিলো কিন্তু তিনি অসুস্থ ছিলেন বলে আসতে পারেন নাই। অন্যদিকে একই দিনে মির্জা ফখরুল সাহেব আমেরিকার চ্যার্জ দি আফেয়ার্স সাহেবার সাথে বৈঠক করছিলেন
ট্রাম্পের কথিত বন্ধু জেনট্রি বীচ বাংলাদেশের রিজেন্ট শাহেদের মতো প্রতারক। সে ট্রাম্পের সাথে সাক্ষাত করিয়ে দিবেন এই কথা বলে হেজ ফান্ড কালেক্ট করেছিলো। পরে তা নিয়ে ডেলাসে ব্যাপক ঝামেলা হয়। জেনট্রী বীচ একটি ওয়েলফেয়ার ট্রাস্ট চালান। আবার তিনি একজন ব্রোকার। এরাম বিজনেসম্যান বাংলাদেশে এসেছে LNG তে ইনভেস্ট করতে
পাকিস্তানের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট Ahmed Noorani স্যারের ইউটিউব চ্যানেল সবাই দেখতে পারেন। তিনি পাকিস্তানের রাজনীতি বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন। জেনট্রি বীচ পাকিস্তানে প্রথমে গিয়েছিলেন। তা নিয়ে নুরানী সাহেব দুইটি ভ্লগ করেছেন। প্রথমটির লিংক : Click This Link
দ্বিতীয় ভিডিওর লিংক : Click This Link
ডেইলি স্টারের খবর : Click This Link . ডেইলি স্টার মোদি-ট্রাম্পের সংবাদ সম্মেলনে ভুল অনুবাদ করায় শাস্তি স্বরূপ ওয়েবসাইটে স্লো করে দেয়া হয়েছে। বারবার ট্রায় করতে হবে।
বাংলা যে কোন অনলাইন নিউজ পেপারে সার্চ দিলে পাওয়া যাবে বাংলাদেশে জেনট্রি বীচের আসার খবর। তবে নায়েবে আমীরের জায়গায় সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান কে না দেখে যারপরনাই হতাশ হয়েছি
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



