নিঃসঙ্গতা ঘুচাই
নিঃসঙ্গতার মানে বুঝে নিয়ে
“সকল লোকের মাঝে বসে
আমারি মুদ্রা দোষে
আমি একা হতেছি আলাদা”
জানোনি কি সেই ভীরু প্রাণধ্বনি
কোন ভারে হচ্ছে ক্ষীণ প্রতিদিন?
তোমার দৃষ্টির সাথে স্বচ্ছ সুনিবির
সহযোগ পরম্পরা চাইছি যতোটা
এতোসব তালকাটা শহরের পথে
তার থেকে খুব বেশি কম
হলেও ভালো-
আমাদের প্রেম
উদ্বেগহীন নিজস্ব পূজা মন্দির।
যন্ত্রণার হৃদতারে অঙ্গুল স্পর্শে
অবেলার সুর করি সুরার মাদক
প্রত্যাদেশে ভুলে গিয়ে সময় বালাই
অবিচ্ছিন্ন ভাবনার এক গল্প সাজাই।
০৩/০৩/১১
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১১ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




