আজকের সকালটা সত্যি-ই
অন্যরকম ছিল,,
কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে নিজেকে
খুঁজে নিতে ভাল লাগছিল ভীষণ,
আর মাঝে মাঝে
সবচেয়ে সুখকর ছিল
তোমাকে অনুভব করা..
নতুন করে তোমাকে বুঝতে পারা
নতুন করে তোমায় খুঁজে নেয়া
নতুন করে তোমায় স্বপ্নে দেখা
নতুন করে তোমায়.. ভালবাসা..!!
এসব হয়তো প্রকৃতির-ই জাদুস্পর্শ
কিন্তু সত্যি-ই আজকের সকালটা
অন্যরকম ছিল...
আজ আমি মগ্ন তোমার ভাবনাতে,
তোমার মৌনতায়, তোমার হাসিতে
রঙ্গিন হয়ে উঠেছে আজকের সদ্য ভোর..
আমি নিজেকে কিছু প্রতিক্ষিত প্রশ্ন করলাম,,
জানতে চাইলাম
আবেগের চূড়ান্ত অবস্থান।
তোমাকে যদি একটা গোলাপ দিতাম
কি করতে তুমি..?
হয়তো তুমি সেই গোলাপটি
সাদরে গ্রহণ করতে, অথবা
গোলাপটি টকটকে লাল নয় বলে
অভিমান করতে, কিংবা..?
যাহোক, আজকের সকালটা সত্যি-ই
অন্যরকম ছিল...
নীলিমাবিরল আকাশটা যখন
কুয়াশার চাঁদরে ঢাকা
ঠিক তখনটায়,,
নীরব, নিস্তব্ধ, আনমনা হয়ে
তোমাকে বুঝতে পারা
তোমাকে খুঁজতে চাওয়া
আর, তোমায় নিয়ে স্বপ্ন আঁকা,,
সব মিলিয়ে হ্রদয়ের সর্বস্ব দিয়ে
তোমাকে ভালবাসা, সত্যি-ই
আজকেন সকালটা,,
অন্যরকম ছিল....!!!

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




