প্রায় বছর খানেক পর মহুয়ার সাথে দেখা হলো সৌরভের। শেষবারের কথাগুলো এখনো সৌরভের স্মৃতিতে আছে। সবুজে দুধার ঘেরা রাস্তায় হাঁটছিল ওরা দুজন। গোধূলী ঘনিয়ে আসছিল, তখন মহুয়া প্রশ্ন করে...
মহুয়াঃ আচ্ছা সৌরভ, গোধুলীর সময়ে আকাশ লাল রং ধারণ করে কেন..?
(সৌরভ মৃদু হেসে জবাব দেয়...)
সৌরভঃ সূর্য চলে যাবে বলে আকাশের মন খারাপ। কিন্তু আকাশ তো কাঁদতে পারেনা, তাই আকাশের চোখ লাল হয়ে যায়।
(কৌতুহলী কন্ঠে প্রশ্ন করে মহুয়া)
মহুয়াঃ কেন..!! আকাশ কাঁদতে পারেনা কেন?
সৌরভঃ আকাশ কাঁদলে সূর্য যদি থেকে যায়... সে ভয়ে আকাশ কাঁদে না।
(অভিমানী স্বরে মহুয়া জানতে চায়)
মহুয়াঃ তাহলে আকাশ চায়না সূর্য তার কাছে থাকুক??
( ভরা কন্ঠে সৌরভ বলে..)
সৌরভঃ আকাশ সূর্যের কাছে করুণা চায়না, ভালবাসা চায়... তাই চোখের জলের দোহাই দিয়ে সূর্যকে আটকায়না..!!
তারপর দুজনেই চুপচাপ হাঁটতে থাকে। একসময় দুজনের পথ দু'দিকে মোড় নেয়।
পরস্পর থেকে বিদায় নিয়ে নেয় মহুয়া ও সৌরভ। আজ এতোদিন পর দেখা হলো, তাও দুজন নিশ্চুপ।
মনে হয় দুজনেই অনেক বদলে গেছে। কিংবা বদলে যাওয়ার অভিনয় করছে...
ভালবাসা এক তীব্র অনুভূতি। ভালবাসার উত্তরে কেবল ভালবাসাই সম্ভব। করুণা করে ভালবাসা হয়না...
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




