ফেলে আসা দিনের কথা,
পুনরাবৃত্তি করাটা,
এক অযাচিত অভ্যাস হয়ে গেছে।
হাঁটতে হাঁটতে চলার পথে,
থমকে দাঁড়ানোটা,
এক অযাচিত অভ্যাস হয়ে গেছে।
যখন খুব করে আঘাত পাই,
মনের পুরোটা জুড়ে,
কখনো নিশ্চুপ থাকি,
কখনো বা হাসতে থাকি।
কষ্ট পেয়েও চোখের অশ্রু,
লুকিয়ে রাখাটা,
এক অযাচিত অভ্যাস হয়ে গেছে।
কি পেয়েছি কি হারিয়েছি,
হিসেবের খাতায় জমা নেই সেসব,
ভালবেসে বিশ্বাস করে,
প্রিয়দের থেকে ধোঁকা খাওয়াটাও,
এক অযাচিত অভ্যাস হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




