তোমাকে যেমন ভাবছে সবাই,
আসলে কি তুমি তাই..?
আমিতো আমার মুখোমুখি হলে,
দারুন লজ্জা পাই..!!
এই যে তোমার স্বচ্ছ দু'চোখ,
সবেতেই সাবলীল...
অন্তরে আর বাহিরে তোমার,
আদৌ কি আছে মিল...?
আমার কিন্তু অগণিত পাপ,
যত্নে লুকিয়ে রাখা...
অথচ দেখেছো মুখখানি কত,
পবিত্রতায় মাখা...!!
যত সাধনায় মুগ্ধ করেছি,
মানুষের অন্তর...
হ্রদয়ে অামার ছিটেফোঁটা যদি,
থাকতো সে সুন্দর...!!
নিজেকে তখন মুগ্ধ চোখেই,
দেখতাম অবিরত...
তোমার আমার হ্রদয় হতোনা,
মাকাল ফলের মতো...!!
হিসেবের ভুল তোমার আমার,
মুখোশটা খুলে দিলে...
ধরা পড়ে যাওয়া থতমত মন,
লজ্জিত ঢোক গেলে...!!
তাকালে যখন তোমার দু'চোখে,
সরাসরি সোজাসুজি...
বন্ধু তোমার বিন্দুমাত্রও,
লজ্জা করেনি বুঝি...?
নিজেকে করেছো আড়াল মানুষ,
ঘিন্নে করেনা যেন...
বন্ধু তোমার নিজেকে কখনো,
ঘিন্নে করেনি কেন...?
তোমাকে চিনেছি কেনোনা জানো তো,
রতনে রতন চেনে...
আমিও_নষ্ট ঘূর্ণাক্ষরেও,
বুঝবেনা দেখে শুনে...।।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




