প্রিয় সাজু...
আমি সেই দিনটির অপেক্ষায় আছি।আমরা তখন ও একসাথে হাটব,রিক্সায় ঘুরে বেড়াব।তখন অজানা কোন ভয় আমাদের মাঝে কোন দূরত্ব সৃষ্টি করতে পারবে না।তখন তুমি আরো শক্ত করে আমাকে আগলে রাখবে।আমরা এসব কখনো স্মৃতির পাতায় পরে থাকতে দিব না,কারন আমরা যে প্রতিদিন নতুন করে ভালবাসব।তোমার প্রিয় নীল শাড়ীটাই পরব,আর হ্যা তোমার পছন্দের বেলী ফুল ও সাথে রাখব,তোমাকে চমকে দিব বলে। মনে মনে ভাববে এ যে তোমার কল্পনার সাথে মিলে গেল। আর বুঝতে পারবে তোমার পাগলীটা সব ঠিক ঠিক মনে রেখে দিয়েছে, কারন তোমার হাসি মুখটা যে পাগলীর বড্ড প্রিয়।জানো?সেদিনের পর থেকে আমি লোভে পরে গিয়েছি।খুব লোভ হয় আমার, অন্ধকারে একসাথে জোনাকিদের মন ভোলানো নাচ দেখব,সাথে তোমার পাগলপারা গান শুনব।আমি আপন মনে হাসব,আমার হাসির মাঝেই তুমি পাবে অপার মুগ্ধতার ছোঁয়া।অপেক্ষা করছি সময়টির জন্য। আরো একটি ইচ্ছে আছে আমার।অবশ্য এই লোভটির জন্ম দিয়েছ তুমি।হুম ঠিক ধরেছ,তোমার সাথে বৃষ্টিতে ভেঝার ভীষন সাধ জাগে,আকাশটা একটু মেঘলা হলেই।অপেক্ষায় আছি একসাথে কাক ভেঝা হওয়ার।কিন্তু এসব ছাড়া ও আরো একটি বড় ইচ্ছে আছে আমার।সেটা তোমাকে পূরন করতেই হবে।আমি কিচ্ছু বুঝি না।তুমি নিশ্চয় ভাবছ মেয়েটার এতগুলো ইচ্ছে কেন।অতো ভেব না, "আমাকে তোমার করে নিও,হাতটা ছেড়ো না কখনো" এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছে।বিনিময়ে অনেক ভালবাসব, হুম সত্য ভালবাসা দিব।আমি বুঝতে পারছি তোমার একটু মন খারাপ হচ্ছে, আমি আবার বিনিময়ের কথা বলছি তাই।কিন্তু তুমি তো জানো তোমার রাক্ষসী টা ভালইবাসতে পারে শুধু,মুগ্ধ হওয়ার মত আর কোন গুণ নেই তার। শেষের ইচ্ছেটা পূরন করা চাই ই চাই, কারন অস্তিত্বে মিশে আছো তুমি।আর অস্তিত্বটা তো বাঁচিয়ে রাখা প্রয়োজন তোমার জন্যে,আমাদের জন্যে।বড্ড ভালবাসি সাজু
................................................. তোমার মণি।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




