রিকশাওয়ালার জব সেটিসফেকশন কী? উওর হল- যামুনা।
একবারে কয়না কিন্তু, ক্যামনে কয়?
উওরঃ
যাত্রী : ভাই যাবেন?
রিকশাওয়ালা : কৈ যাইবেন?
যাত্রী : অমুক জায়গায়।
রিকশাওয়ালা : কৈ নামবেন ?
যাত্রী : তমুক জায়গায়।
রিকশাওয়ালা : কয়জন যাইবেন?
যাত্রী : কয়জন তাও বল্লাম।(মন মেজাজ খারাপ হওয়া শুরু করছে)
রিকশাওয়ালা : কত দিবেন?
যাত্রী : আপনি বলেন?(ধৈর্যের বাধে চিড় ধরা শুরু করছে)
রিকশাওয়ালা : না আপনি বলেন? বা আমি ভাড়া জানিনা।
যাত্রী : টাকার পরিমান কথা বল্লাম।(চিন্তা করলাম ভাড়া যেহেতু জানে না ৫-১০টাকা বাড়িয়ে বলি)
রিকশাওয়ালা : ভাড়া ১০টা বাড়াইয়া দিয়েন।(কিছু আবার নামার পরে বলে)
যাত্রী : আরে ভাই/মামা বাড়িয়েতো বল্লাম।
রিকশাওয়ালা : ১০টা বাড়াইয়া দিলে কি হয়? আমরা গরীব মানুষ আমাগো কষ্টের টাকা............. আমাদের ঠকানো ঠিক না। আল্লাহ সহ্য করবো না। আরো নানা পদের জ্ঞানমুলক কথা।(কিছু আবার নামার পরে বলে)।
যাত্রী : আরে ভাই এত কথা বলকেন। যাইবা কিনা কও? (মন মেজাজ খারাপ হওয়া ১০০% পূর্নতা পাইল।)
রিকশাওয়ালা : না যামুনা।!!!!! :O
*নামার পরে যারা এমন কথা কয়, তারা আরো বেশি ডেঞ্জারাস। but…. আপনি আবার রিকশাওয়ালাকে ভাড়া না বলে এলাকায় এনে উওম মাধ্যম দিবেন। এটা কোন ভাবেই ঠিক না। আপনি যতই ঠিক থাকেন আশেপাশের মানুষ সবাই রিকশাওয়ালার পক্ষে যাবে। রিকশাওয়ালা মাইরাও জিতবো আবার কান্দাও জিতবো। আবার আপনারে অভিশাপ দিবে। সবি আপনাকে সহ্য করতে হবে। সবচেয়ে ভাল দামাদামি করে ধৈর্যের সাথে দাড়িয়ে থাকেন। রিকশা একটা না একটা পেয়ে জাবেন।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



