কত যে খবর চারিপাশে ঘুরছে, কোনটা যে কাজের আর কোনটা যে অ-কাজের কেই বা জানে-
কয়েকটা বলি-
-এই বাজেটে এয়ার ফ্রেশনারের দাম বাড়ানো হয়েছে… কিন্তু আবার কমানো হয়েছে হেলিকপ্টারের দাম। মুড়ির দাম কমবে, সবাই মুড়ি খা।
-ই-পাসপোর্টের জন্য চালু হয়েছে ই-গেট ... কথা ছিল ২০ সেকেন্ডে ইমিগ্রেশন পার। এটা কি মেনুয়াল এর সাথে আরো ২০ সেকেন্ডে ??
-বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের র্যঙ্কিং এ বাংলাদেশের কোন নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, ‘এই সব রেঙ্কিংগুনার টাইম আমার নাই... আপনারা ছা-ছপ-ছমুচা খেয়ে বিদায় হউন’।
-ডিপজলের ছেলের বিয়েতে ওমর সানি থাপ্পড় মেরেছে জায়েদ খানকে ... ওদিকে জায়েদ পিস্তল দেখিয়ে বলেছে গুলি করে দিব,
ডিপজল বলছে, ‘আমাকে এর মধ্যে টাইনেন না ভাই... কারণ আমি কিছুই দেখি নাই... ভিড়ের মাঝে শুধু ঠাসস সাউন্ড শুনেছি... শব্দটা হাই-ফাইভেরও হতে পারে...!!
-KK কে নিয়ে হিরো আলমের ট্রিবিউট সং এর ভিউ KK এর অরিজিনাল গানের ভিউ থেকে বেশী।
-জাস্টিন বিবার প্যারালাইজড, ১চোখ বন্ধ হয়না।
-সালমান খান শুটারের গুলিতে আহত হতে হতে হলো না ।
.........আরো খবর। but... সব খবরের অংক মিলে আমাদের বাজারের অংক মিলে না। বিশ্ব মিডিয়া ***** (মারুফ ব্রো এর ভাষা)
বড় খবর নাই বা বল্লাম।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


